ঢাকা ঘুরে গেলেন পর্যটক (ভ্রমণকারী), ফটোগ্রাফার-পাবলিসিস্ট, ব্লগার ও রাশিয়ান জিওগ্রাফিক্যাল সোসাইটির সদস্য ইউরি আর্তেমোভিচ ভোলকভ। তার সম্মানে ঢাকার রাশিয়ান হাউজে গত ১২ সেপ্টেম্বর একটি মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাশিয়ান হাউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ভোলকভ ইউরি আর্তেমোভিচ একজন ফটোগ্রাফার-পাবলিসিস্ট, ব্লগার, রাশিয়ান জিওগ্রাফিক্যাল সোসাইটির সদস্য, মাস্টার অফ স্পোর্টসের প্রার্থী, মোটরসাইকেল ক্লাব "নাইট ওলভস"-এর সদস্য। এছাড়া তিনি রাশিয়ার মোটরসাইকেল ট্যুরিজম ফেডারেশনের ক্রীড়াবিদ-মোটরসাইকেল চালক এবং জনসাধারণের সংস্থা অল ওয়ার্ল্ডসের প্রেসিডেন্ট।
তিনি ৬৫টিরও বেশি এক্সপিডিশন এবং তিনটি বিশ্বভ্রমণে অংশগ্রহণ করেছেন, যা ১৪৫টি দেশ, অ্যান্টার্কটিকা এবং উত্তর মেরুকে আচ্ছাদিত করেছে; রাশিয়ান বুক অব রেকর্ডসে দশবার অন্তর্ভুক্ত হয়েছেন এবং ভ্রমণের ক্ষেত্রে বাইশটি বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন। তিনি "অল ওয়ার্ল্ডস" নামের বেশ কয়েকটি ফটোগ্রাফি প্রদর্শনী আয়োজন করেছেন, যা "মানুষের বন্ধুত্ব’ বিষয়ক। এছাড়া তিনি জনপররাষ্ট্রনীতি সম্পর্কে একটি বক্তৃতার সিরিজের আয়োজন করেছেন।
মতবিনিময় অনুষ্ঠানে ইউরি ভোলকভ অতিথিদের তার রাশিয়া এবং বিশ্বব্যাপী ভ্রমণের কথা জানান, পাশাপাশি প্যাট্রিয়টিক প্রকল্প "অল দ্য এলিমেন্টস" সম্পর্কে আলোচনা করেন, যার আওতায় রাশিয়ান ত্রিকোণ পতাকা পৃথিবীর অনেক কিংবদন্তি স্থানে উত্তোলিত হয়েছে: জল উপাদানকে চিহ্নিত করতে বৈকাল হ্রদে, উত্তর মেরুর একটি প্রবাহিত বরফের ফ্লোতে, কামচাটকা আগ্নেয়গিরিতে, যা আগুনের উপাদানের রূপে প্রতিফলিত হয়েছে এবং অ্যান্টার্কটিকায়। এই প্রচেষ্টার অংশ হিসেবে, প্রায় ১৫০০ বর্গমিটার পরিমাপের রাশিয়ান পতাকা এলব্রুস, মস্কো এবং ক্রিমিয়াতেও উত্তোলিত হয়েছে। তিনি তার ভ্রমণকালীন জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন এবং রাশিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের আন্তরিকভাবে নানা প্রশ্নের উত্তর দেন।
তার এসব বিচিত্র অভিজ্ঞতা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হতে পারে বলে ঢাকার রাশিয়ান হাউজ আশাবাদ ব্যক্ত করেছে।