জাতীয়

বৈষম্যবিরোধী আন্দোলনকালে গুলিবিদ্ধ নয়নের মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে রাজধানীর কাঠালবাগান এলাকায় গুলিবিদ্ধ হওয়া মোহাম্মদ নয়ন মিয়া (২৫) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

নয়ন মিয়ার শ্বশুর মোহাম্মদ এরশাদ আলী বলেছেন, নয়ন মোটরবাইক গ্যারেজে মিস্ত্রি হিসেবে কাজ করত। ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে কাঁঠালবাগান এলাকায় গ্যারেজে কাজ করার সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হয় সে।

তিনি জানান, নয়নের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী থানার দক্ষিণ গোব্দা এলাকায়। তার বাবা লোকমান হোসেন। নয়ন কাঁঠালবাগান এলাকায় থাকত। এক কন্যা সন্তানের বাবা ছিল নয়ন। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেছেন, নয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।