জাতীয়

মিরপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত সংলগ্ন এলাকার ৮টি পোশাক কারখানা শ্রমিকরা। 

সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে ইউনিফর্ম টেক্সটাইল লিমিটেডের কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। পরে কচুক্ষেত এলাকার আরও ৮টি কারখানার শ্রমিকরা ক্যান্টনমেন্ট-মিরপুর ১৪ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়। চরম বিপাকে পড়েন যাত্রীরা।

ভাষানটেক থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল আহমেদ রাইজিংবিডিকে বলেন, এ ঘটনায় সেখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। শ্রমিক এবং মালিকপক্ষের সঙ্গে কথা বলে তাদের বেতনের ব্যবস্থা করা হচ্ছে। 

এ সময় আন্দোলনকারীরা জানান, ইউনিফর্ম টেক্সটাইলের প্রায় ১৩ শ্রমিকদের ৩ মাসের বেতন না দিয়ে মালিকপক্ষ পালিয়েছেন। বেতন চাইলে বিভিন্ন সময় হুমকিও দেওয়া হচ্ছে। রোববার (১৩ অক্টোবর) কারখানা বন্ধ করে মালামাল সরিয়ে দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। 

শ্রমিকদের দাবি, গত তিন মাস ধরে তাদের বেতন ভাতা দিচ্ছে না মালিকপক্ষ। এ কারণে তাদের দ্রব্যমূল্যের চরাবাজারে পরিবার পরিজন নিয়ে টিকে থাকতে অনেক কষ্ট হচ্ছে।