জাতীয়

‘জনপ্রশাসন সংস্কারে মাঠ পর্যা‌য়ে আলোচনা করবে ক‌মিশন’

সরকারি চাকরিজীবীসহ মাঠ পর্যায়ের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে কাজ শুরু কর‌বে জনপ্রশাসন সংস্কার কমিশন।

সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে কমিটির প্রথম সভা শেষে কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এ কথা বলেন। 

তিনি বলেন, ‘সংস্কারের ব্যাপারে আজকে প্রথম মিটিং হয়েছে। জাস্ট পরিচিতির জন্য নিজেদের মধ্যে কিছু কথাবার্তা বলেছি। সংস্কার নিয়ে তিন মাস কাজ করবো। আজকে প্রথম দিন আমরা কীভাবে বলে দেব বাচ্চা ছেলে না মেয়ে হবে? এটা সম্ভব না। 

‘আজকে আলোচনা করেছি সার্বিক বিষয়ে কী হতে পারে। এখন আমরা এটাকে আস্তে আস্তে প্রক্রিয়াজাত করবো, আগাবো। তিন মাসের মধ্যে করার কথা, কাজেই দুই মাস পরে গিয়ে তখন সত্যিকার অর্থে একটা রূপরেখা পাবো।’ 

কমিশন প্রধান বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আলোচনা করবো, বিভিন্ন এলাকায় যাবো। জনগণের কথা শুনবো। স্থানীয় যারা চাকরি করে তাদের কথা শুনবো। চেম্বারের সঙ্গে আলোচনা করবো। এসব আলোচনা করেই আমরা প্রকৃত কাজটি শুরু করবো।’

চাকরিতে তদবির আমাদের বাস্তবতা, অনেক ক্ষেত্রে ঘুষের কথাও আসে। এ বিষয়ে আপনারা কি সংস্কার আনতে চাচ্ছেন? জানতে চাইলে আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘কী করতে পারবো, সেটা এখন কীভাবে বলবো? আমি কি ফুঁ দিলে এখন বাংলাদেশের সব মানুষ সৎ হয়ে যাবে? আমরা নিজেরাই তো আলাপ-আলোচনা করছি। সময় লাগবে।... আমরা গাড়িটা এখনই স্টার্ট দেইনি, আমরা গাড়ি ঠিক করছি, দেখছি, ঠিক আছে কি না।’

আপনাদের অগ্রাধিকার কী জানতে চাইলে তিনি বলেন, ‘সরকার যেটা ঠিক করে দিয়েছে সেটাই আমাদের অগ্রাধিকার। আমাদের অগ্রাধিকার কী হবে সেটা নির্ধারণ করতে আমাদের এক মাস যাবে। আমি সেটা আজকে কীভাবে বলবো?’

তিন মাসের মধ্যে সংস্কারের সুপারিশ প্রতিবেদন দাখিল করতে পারবেন কিনা? জানতে চাইলে আহ্বায়ক বলেন, ‘সরকার তিন মাস সময় দিয়েছে। আমাদের অবশ্যই চেষ্টা থাকবে তিন মাসের মধ্যেই করার।’

এর আগে গত ৩ অক্টোবর আট সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এ কমিশনের প্রধান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী। জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা করে তুলতে এ কমিশন গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। ৯০ দিনের (৩ মাস) মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাজে হস্তান্তর করবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সাবেক সচিব মোহাম্মদ তারেক এবং মোহাম্মদ আইয়ুব মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান, সাবেক অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান এবং রিজওয়ান খায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক একেএ ফিরোজ আহমেদ এবং শিক্ষার্থী প্রতিনিধি জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য হিসেবে রয়েছেন।