জাতীয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করবে বেলারুশ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত বেলারুশের রাষ্ট্রদূত মিখাইল কাসকো।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বেলারুশের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং বাংলাদেশ ও বেলারুশের সম্পর্ক আরও ভালো করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ-বেলারুশ সম্পর্ক জোরদার করার বিষয়ে, বিশেষ করে বাণিজ্য, খাদ্য নিরাপত্তা এবং সার সরবরাহের বিষয়ে আলোচনা হয়।