জাতীয়

বিটিআরসির নতুন কমিশনার ইকবাল আহমেদ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) নতুন কমিশনার হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এর ফলে বিটিআরসিতে আরও একজন কমিশনার যুক্ত হলেন। পাঁচ সদস্যের এই কমিশনে শূন্য থাকা পদে নিযুক্ত হলেন ইকবাল আহমেদ।

তিন বছর মেয়াদে বিটিআরসির প্রকৌশলী ক্যাটাগরিতে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বপালনকারী এই সেনা কর্মকর্তকর্তা।

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর নেতৃত্বে এই কমিশনের অপর সদস্যরা হলেন: মাহমুদ হোসাইন (গত ১৯ সেপ্টেম্বর নিয়োগ পান), ভাইস চেয়ারম্যান মো. আমিনুল হক (আগে থেকেই পর্ষদে ছিলেন) এবং অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী।