নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দুই ভাইয়ের পর বোনও মারা গেছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাসলিমা (৯) মারা যায়। এর আগে একই দিন সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ভাই মো. সোহেল (২২) ও মো. ইসমাইল (১৬) মারা যায়।
আরও পড়ুন: বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আগুনে তাসলিমার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ ছিল। এই ঘটনায় নিহতদের মা-বাবাসহ তিন জন হাসপাাতলে চিকিৎসাধীন আছেন। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক।
আরও পড়ুন: রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ২ ভাইয়ের মৃত্যু
গত ২৫ অক্টোবর রাতে রূপগঞ্জ ডহরগাঁও এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।