জাতীয়

আজও সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ‘সায়েন্সল্যাব ব্লকেড’ কর্মসূচি পালন করছেন। ফলে ওই এলাকায় তীব্র যানজট শুরু হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে গিয়ে অবস্থা নেন তারা। এতে রাজধানীর সায়েন্সল্যাব, নীলক্ষেতসহ মিরপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে আশপাশের সড়কেও। 

এদিকে, বারবার শিক্ষার্থীদের সড়ক অবরোধ করার কারণে জনমনে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অস্বস্তি। দাবি আদায়ের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন অনেকে। 

পথচারী সাজ্জাদুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, আমি আজিমপুর থেকে গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি একটি গুরুত্বপূর্ণ কাজে। কিন্তু এখন দেখছি গাড়ি চলছে না। কী করবো বুঝতে পারছি না। এতদূর তো হেঁটে যাওয়া সম্ভব না। 

আরও পড়ুন: ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচি পালন করছেন ৭ কলেজের শিক্ষার্থীরা

শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে  চিকিৎসা নিতে এসে বিপাকে পড়েছেন প্রবীণ নাগরিক আবদুল সত্তার হাওলাদার। তিনি রাইজিংবিডিকে বলেন, আমারা বাসা মোহাম্মদপুর। সেখান থেকে শাহবাগে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। কিন্তু এখন বাসায় যাওয়ার জন্য কোনো গাড়ি পাচ্ছি না। কিছুদিন পর পর এরকম আন্দোলন করলে সাধারণ মানুষ এই বিষয়গুলো ভালোভাবে নেয় না। ছাত্রদের উচিত জনগণের ভোগান্তি না হয় এমন করে আন্দোলন করা।

এ বিষযে আন্দোলনের মুখপাত্র ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান রাইজিংবিডিকে বলেন, আমরা সাধারণ মানুষের ভোগান্তি সম্পর্কে জানি। আমরা তাদের কারো সন্তান, কারো ভাই। সাময়িক এই অসুবিধা জন্য তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের দাবি যৌক্তিক।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসীন উদ্দিন রাইজিংবিডিকে বলেন, সাত কলেজের এই আন্দোলনের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়েরর বিষয়। আমরা ছাত্রদের সঙ্গে কথা বলছি, যাতে করে সাধারণ মানুষের ভোগান্তি না হয় সেই ব্যবস্থা করতে।

এর আগে একই দাবিতে গত ২৯ , ২১ ও ২৩ অক্টোবর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।