জাতীয়

অবরোধ তুলে নিলেন চালকরা, ৬ ঘণ্টা পর মহাখালীতে যান চলাচল শুরু

ছয় ঘণ্টা পর মহাখালীতে অবরোধ তুলে নিয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের অবরোধে ছয় ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ থাকার পর মহাখালী যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে বন্ধ হয় ট্রেন হয়ে যায় চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন এই পথে চলাচলকারী যাত্রীরা।

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও যান চলাচল স্বাভাবিক না হওয়ায় বনানী, তেজগাঁও, ফার্মগেট থেকে হেঁটে নির্দিষ্ট গন্তব্যে যেতে দেখা যায় সাধারণ মানুষকে। সকাল থেকে দফায় দফায় সেনাবাহিনী, পুলিশ কর্মকর্তাদের অনুরোধের পরও রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেন অটোরিকশা চালকরা।

তাদের দাবি, ‘প্রধান সড়ক না অন্তত অলিগলিতে চালানোর অনুমতি দেওয়া হোক। বন্ধ করে দিলে ঋণের টাকা দিতে পারবেন না, পরিবার নিয়ে পথে দাঁড়াতে হবে।’

দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর অনুরোধে আন্দোলনকারী চালকদেন একপক্ষ রেলগেট ছেড়ে দেন। অন্যপক্ষ না মেনে আবারও অবরোধ করলে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। 

বিক্ষোভকারীদের দাবি, হাইকোর্ট থেকে অটোরিকশা বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছে তা তারা মানেন না। এই নির্দেশ প্রত্যাহার চান তারা। যতক্ষণ পর্যন্ত অটোরিকশা চালানোর অনুমতি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেন আদালত। আদালতের ওই নির্দেশনার পর বুধবার (২০ নভেম্বর) রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রিকশাচালকরা।