জাতীয়

বাংলাদেশ থেকে আবারও সরাসরি ফ্লাইট চায় পাকিস্তান

বাংলাদেশ থেকে আবারও সরাসরি ফ্লাইট শুরু করতে চায় পাকিস্তান। এজন্য ইতোমধ্যে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই প্রস্তাবনা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান এ তথ্য জানিয়েছেন।

বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হলে ২০২০ সালের মার্চ থেকে সিংহভাগ আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল স্থগিত করে বেবিচক। সে সময় সার্কভুক্ত দেশের মধ্যে ভারত ও নেপালের পাশাপাশি পাকিস্তানের সঙ্গেও ফ্লাইট বন্ধ করে দেয় বাংলাদেশ।

ব্রিফিংয়ে তৌফিক হাসান বলেছেন, ‘‘ঢাকা ও করাচির মধ্যে এয়ার লিংকের বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে একটি চিঠি এসেছে। এটি আমরা সিভিল এভিয়েশনে পাঠিয়েছি।’’