জাতীয়

শুধু আইন প্রয়োগ ক‌রে দুর্নীতিমুক্ত সম্ভব নয়: খোরশেদা ইয়াসমীন

‘তারুণ্যের একতায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্প‌তিবার (২১ নভেম্বর) দিবসটি উপলক্ষে কমিশনের সম্মেলন কক্ষে সচিব খোরশেদা ইয়াসমীনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় দুদক সচিব বক্তব্যের শুরুতে দুর্নীতি দমন কমিশন গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন।

তিনি বলেন, তারুণ্যের দায়িত্ব হলো দুর্নীতিকে চ্যালেঞ্জ করা। তারুণ্যের উদ্দীপনাকে প্রজ্জলিত করতে পারলে দুর্নীতি দমন সহজ হবে। ‘দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪’ এ দুর্নীতি দমন এবং দুর্নীতি প্রতিরাধ-দুটি কাজ একসাথে পরিচালনার বিধান রাখা হয়েছে। শুধু আইন প্রয়োগের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত বা সহনীয় পর্যায়ে আনা সম্ভব নয়। দুর্নীতি দমনের পাশাপাশি জনসচেতনতা তৈরির মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষকে দুর্নীতিবিরোধী  ক্রার্যক্রমে সম্পৃক্ত করা গেলে দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশনের মহাপরিচালক মীর রুহুল আমীন বলেন, কোনো অভিযোগের অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে কোনো নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে আমাদের কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণের প্রয়োজন। যা দুর্নীতি প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিদ্যমান তথ্যপ্রযুক্তির সমান্তরালে দুর্নীতি মোকাবিলায় দুদকের প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি  মহাপরিচালক শিরীন পারভীন, অর্থপাচার রোধে দুদকের করণীয় বিষয়ে মানিলন্ডারিংয়ের পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী, অনুসন্ধান ও তদন্ত কার্যপরিচালনায় নিযুক্ত কর্মকর্তাদের দায়িত্ব-কর্তব্য ও প্রস্তুতি বিষয়ে বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইব্রাহিম এবং দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক দুদকের বিভিন্ন কার্যক্রম বিষয়ে সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপরিচালক তাহসিন মুনাবীল হক বক্তৃতা করেন।

এ সময় দুদ‌কের মহাপ‌রিচালক আক্তার হো‌সেন, মহাপ‌রিচালক মীর জয়নুল আবেদীন শিবলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপ‌স্থি‌ত ছি‌লেন।

আলোচনা সভায় সব বিভাগীয় কার্যালয়, সমন্বিত জেলা কার্যালয় ও জেলা কার্যালয় জুম লিংকে সংযুক্ত থেকে অংশ নেন। 

দিবসটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়সহ সব বিভাগীয় কার্যালয়, সমন্বিত জেলা কার্যালয় ও জেলা কার্যালয়ে ড্রপ-ডাউন ব্যানার স্থাপন করা করা হয়। এছাড়া সমন্বিত জেলা কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে আলোচনা সভার আয়োজন করা হয়।