জাতীয়

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়, ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (৮ ডিসেম্বর) এক বার্তায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘‘‌‌‌অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে অনবে।’’

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে ভারতকে হারিয়ে আবারও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল বাংলাদেশ। বাংলাদেশের যুবারা রবিবার (৮ ডিসেম্বর) দুবাইয়ে ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল। বাংলাতেশ জিতেছে ৫৯ রানে।