মিয়ানমারের রাখাইন প্রদেশে বাংলাদেশ সংলগ্ন ২৭১ কিলোমিটার সীমান্ত এখন সেখানকার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এমন অবস্থায় রাখাইনসহ দেশটির পরিস্থিতির ওপর নজর রাখছে সরকার।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে রাখাইন পরিস্থিতির ওপর এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
পররাষ্ট্রসচিব বলেন, ‘‘মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেশটি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখ নাগরিককে সেদেশে ফেরত পাঠানো। সেই লক্ষ্যে সরকার তৎপর রয়েছে।’’
মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গা সম্প্রদায়ের ১২ লাখ মানুষ দেশটির সেনাবাহিনীর নিবর্তনমূলক কর্মকাণ্ডের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের অধিকাংশ এসেছেন ২০১৭ সালের ২৫ আগস্টের পর।
বাংলাদেশি মাছ ধরা জাহাজ ধরে নিয়ে গেল ভারত, ঢাকার প্রতিবাদ
বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৭৯ জন জেলে ও নাবিকসহ দুটি মাছ ধরার জাহাজ নিয়ে ধরে নিয়ে গিয়েছে ভারত। গত সোমবার ভারতীয় কোস্টগার্ড জাহাজ দুটি ধরে নিয়ে যায়। ভারতের কাছে এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে সরকার।
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সরকার একটি কূটনৈতিকপত্রের মাধ্যমে ভারতকে প্রতিবাদ জানিয়েছে।
খুলনাসংলগ্ন বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে মাছ ধরার সময় গত সোমবার ভারতীয় কোস্টগার্ড ৭৯ নাবিক ও জেলেসহ মাছ ধরার জাহাজ দুটি ধরে নিয়ে যায়। জাহাজ দুটি হলো এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২। ভারতীয় কর্তৃপক্ষ বুধবার জেলে ও নাবিকসহ জাহাজের ছবি প্রকাশ করে।