ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম বলেছেন, নগরে বসবাসকারী মানুষকে একটি সুন্দর নগর, সুন্দর পরিবেশ ও সব ধরনের নাগরিক সেবা দেওয়ার দায়িত্ব আমাদের। নাগরিককে সেবা দেওয়ার জন্য আমাদের নিয়োজিত করা হয়েছে, নাগরিক সেবা দ্রুত সময়ে প্রদান করায় আমাদের সর্বদায় নিয়োজিত থাকতে হবে। নাগরিকরা যেন হয়রানির স্বীকার না হয় সেজন্য দ্রুত সময়ে সেবা দিতে হবে। দুষ্টের দমন ও শিষ্টের লালনের ভিত্তিতে নাগরিকদের অধিকার রক্ষায় আমাদের কাজ করতে হবে এটাই হবে আমাদের সঠিক স্বাধীনতার চেতনা।
সোমবার (১৬ ডিসেম্বর) নগর ভবন প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
সভাপতিত্ত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রশাসক নজরুল ইসলাম বলেন, ‘‘মহান স্বাধীনতা আমাদের জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়। যাদের কল্যাণে আমরা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন মানচিত্র ও স্বাধীন নাগরিক হিসেবে পরিচয় দিতে পেরেছি সেই বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এছাড়াও গণঅভ্যূত্থান-২০২৪ এ আমাদের অর্জিত স্বাধীনতাকে সংরক্ষিত করার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি।’’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল ইসলাম ভূঁইয়া, প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত ঢাকা সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি নং- ঢাকা ৩২৫৬) নেতা মো. বেলায়েত হোসেন বাবু ও আহাম্মদ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন ডিএসসিসির সব বিভাগীয় প্রধান ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।