প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী বৃহস্পতিবার মিশরের কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ‘প্রধান উপদেষ্টার আগামী ১৯ ডিসেম্বর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে।’
চলতি বছরের ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুর রিৎজ কার্লটন হোটেলে আল-আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ আল-তায়েব প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানান।
অধ্যাপক ইউনূস আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠেয় ডি-৮ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার রাতে মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন।
ডি-৮ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানসহ সংগঠনের সদস্য রাষ্ট্রগুলোর সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।