রাজধানী কড়াইলের বউবাজার বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, কড়াইল বস্তির বউবাজার এলাকায় একটি অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৭টি ইউনিট পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলশান লেকের পাশে এ অগ্নিকাণ্ড ঘটেছে। ওই এলাকায় রাস্তা সংকীর্ণ হওয়ায় পানিবাহী গাড়িগুলো ঢুকতে অসুবিধা হচ্ছে।