জাতীয়

পরামর্শক নিয়োগ ও টিএসপি সার কেনায় ব্যয় ২০১ কোটি টাকা

“কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন (২য় পর্যায়)” প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান (ডিজাইন ফেইজ) নিয়োগের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে ৪৮ কোটি ৮১ লাখ ৪২ হাজার ৪০৪ টাকা।

এছাড়া সভায় টেবিলে কৃষি মন্ত্রণালয়ের ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে ১৫২ কোটি ৪৬ লাখ টাকা। অর্থাৎ পরামর্শক নিয়োগ ও টিএসপি সার ক্রয়ে মোট ব্যয় হবে ২০১ কোটি ২৭ লাখ ৪২ হাজার ৪০৪ টাকা।

সভা সূত্রে জানা যায়, “কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন (২য় পর্যায়)” প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান (ডিজাইন ফেইজ) নিয়োগের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত ৫টি প্রতিষ্ঠানের কাছে রিকোয়েস্ট ফর প্রপোজাল ইস্যু করা হলে ৫টি প্রতিষ্ঠান কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিল করে। তার মধ্যে ৪টি প্রস্তব কারিগরি ও আর্থিকভাবে যোগ্য বিবেচিত হয়। প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে পিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশকৃত সর্বোচ্চ স্কোর অর্জনকারী দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে নিপ্পন কোই লিমিটেড জাপান, ইয়োসিন ইঞ্চিনিয়ারিং করপোরেশন এবং ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেড, জাপানকে নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৪৮ কোটি ৮১ লাখ ৪২ হাজার ৪০৪ টাকা।

সূত্র জানায়, সভায় টেবিলে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কো ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ১২তম লটের ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির একটি প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি অনুমোদন দিয়েছে। প্রতি মেট্রিক টন টিএসপি সারের দাম ৪২৩.৫০ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় মোট ব্যয় হবে ১৫২ কোটি ৪৬ লাখ টাকা।