সিনিয়র আইনজীবী এহেসানুল হক সমাজীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৌঁসুলি দলের বিশেষ উপদেষ্টা (স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার) পদে এক বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে দায়িত্বপালন করেন এ আইনজীবী। অন্তর্বতীকালীন সরকার গত ২৭ আগস্ট তাকে একই পদে নিয়োগ করেছিল। তবে তিনি তা নিতে অপারগতা প্রকাশ করেন। পরে গত নভেম্বরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য মিডিয়ায় প্রকাশ পায়। কিন্তু তিনি কয়েক জন আসামির পক্ষে মামলা লড়তে ফাইল রিসিভ করায় সে পদেও দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। এর একমাস পর আবার তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৌঁসুলি দলের ‘বিশেষ উপদেষ্টার’ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন করা হয়েছে।
এতে বলা হয়, আইনজীবী এহেসানুল হক সমাজী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-আধাসরকারি বেসরকারী প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক বাদ দেওয়ার শর্তে এ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন।
বর্তমানে এ আইনজীবী বিদেশ অবস্থান করছেন। দেশে আসার পর দায়িত্ব নেওয়ার বিষয়ে তিনি তার অবস্থান পরিষ্কার করবেন বলে জানিয়েছেন।