জাতীয়

কেরাণীগঞ্জে রূপালী ব্যাংক জিম্মি: ‘ভেতরে ২-৩ জন ডাকাত’

ঢাকার কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা ডাকাতরা জিম্মি করে রেখেছে। ভেতরের অবস্থা কী, তা এখনো স্পষ্ট নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাংকের বাইরে অবস্থান নিয়েছেন।

পরিস্থিতি সম্পর্কে জানতে রাইজিংবিডি ডটকম কথা বলেছে কেরাণীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলামের সঙ্গে। তিনি জানতে পেরেছেন ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।

বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, “এখনও ভেতরে ডাকাত আছে, আমরা বাইরে আছি। আমরা আলোচনা করার চেষ্টা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি।”

জাহাঙ্গীর আলম বলেছেন, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র আছে বলে জানা গেছে। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করছেন তারা।

 ঘটনাস্থলে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়েছে। পাশাপাশি কেরাণীগঞ্জ থানার পুলিশও রয়েছে।  সেখান থেকে ওসি মাজহারুল কথা বলেন রাইজিংবিডি ডটকমের সঙ্গে।

রূপালী ব্যাংকের ওই শাখার চারপাশ ঘিরে রেখেছে র‍্যাব, পুলিশ ও ডিবি। উদ্ধার অভিযানে র‍্যাব ও পুলিশের সাথে সেনাসদস্যরাও যোগ দিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে খবর আসে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা ডাকাতের হাতে জিম্মি হয়েছে।  ভেতরে ঢুকে তারা ব্যাংকের সব প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেয়।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, রূপালী ব্যাংকের শাখাটি বাইরে থেকে ঘিরে রেখেছে আইনশৃ্খলা বাহিনী। ব্যাংকের সামনের রাস্তায় উৎসুক জনতা ভিড় করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপালী ব্যাংকের ভেতরে অবস্থান করা ডাকাতদের সঙ্গে কথা বলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। ব্যাংকের ভেতরে জিম্মি থাকা স্টাফদের সঙ্গে মোবাইলের মাধ্যমে ডাকাতদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে।