ঝালকাঠির রাজাপুরের চার শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে এসব কম্বল বিতরণ করা হয়। আকিজ মনোয়ারা ট্রাস্টের সহায়তায় ও আলোকিত ইসলাম একাডেমির ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
রাজাপুরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, সাংবাদিক আবু সায়েম আকন, খলিলুর রহমান, মেহেদি হাসান জসিম, নেয়ামুল আহসান হিরন ও সাইদুল ইসলাম আজাদ।
এছাড়া আলোকিত ইসলামিক একাডেমী প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন, মোহাম্মদ সিকদার, নাসির সিকদার, জলিল সিকদার, স্বপন সিকদার, মজিবর মাস্টার, মাওলানা জসিম, সোহেল সিকদার প্রমুখ।
আলোকিত ইসলামিক একাডেমীর প্রতিষ্ঠাতা সাংবাদিক মিজানুর রহমান বলেন, “রাজাপুরে কম্বল বিতরণ করায় বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আকিজ মনোয়ারা ট্রাস্টকে, যাদের সহযোগিতায় ৪ শতাধিক শীতে কষ্ট পাওয়া মানুষগুলো কম্বল পেয়েছেন।”