জাতীয়

পিএসসির নতুন সদস্যদের শপথ স্থগিত, সুপ্রিম কোর্টে চিঠি

সদ্য নিয়োগপ্রাপ্ত ছয় সদস্যের শপথ গ্রহণ স্থগিত করতে সুপ্রিম কোর্টে একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা ছিল।

পিএসসির পাঠানো চিঠিতে বলা হয়েছে, তাদের পরীক্ষার কাজে জরুরি প্রয়োজনের জন্য নতুন সদস্যদের শপথ গ্রহণের পূর্বনির্ধারিত ৯ জানুয়ারির অনুষ্ঠান স্থগিত করতে নির্দেশক্রমে অনুরোধ করা হল।

গত ২ জানুয়ারি, সরকার পিএসসিতে আরো ছয় সদস্যকে নিয়োগ দেয়। নতুন সদস্যরা হলেন- অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী, অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।

এর আগে, সরকার দুই ধাপে আটজন সদস্য নিয়োগ দিয়েছিল।

এদিকে, পিএসসির নতুন সদস্যদের শপথ গ্রহণের বিষয়ে বিতর্ক শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন যাতে পিএসসির তিন বিতর্কিত সদস্যের শপথ না নেওয়া হয়। এই তিন সদস্য হলেন- ডা. সৈয়দা শাহিনা সোবহান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে জালাল আহমদ ও আল আমিন মীরা বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে লিখিত আবেদন করেন।

শিক্ষার্থীরা দাবি করেছেন, এই তিন সদস্য পিএসসির সদস্য হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে গণ-অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বিরোধিতা করবে।