বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ‘‘সীমান্ত নিরাপত্তায় দুই দেশের মধ্যে বোঝাপড়া থাকতে হবে। সীমান্তে বেড়া নির্মাণে সহযোগিতামূলক মনোভাব আশা করে ভারত।’’
রবিবার (১২ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘‘অপরাধমুক্ত সীমান্ত বিষয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র সচিবের সঙ্গে। চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়েও কথা হয়েছে। দুই সীমান্ত নিরাপত্তা বাহিনীর মধ্যেও কথাবার্তা হয়।’’
প্রণয় ভার্মা আরো বলেন, ‘‘অপরাধ দমনে সীমান্ত নিরাপত্তায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতার মনোভাব থাকাও প্রয়োজন। সীমান্তের বেড়া নির্মাণে সহযোগিতামূলক মনোভাব আশা করি আমরা।’’
এর আগে, বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাইকমিশনারকে তলব করা হয়। এ সময় পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে তিনি আলোচনা করেন।
আধা ঘণ্টার বেশি সময় পররাষ্ট্রসচিবের দপ্তরে ছিলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সচিবের দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় দূত।
একই দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সীমান্তে কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে, সেজন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘‘ভারত এরই মধ্যে ৪ হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩ হাজার ২৭১ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন করেছে। বাকি ৮৮৫ কিলোমিটার এলাকায় কাজ শুরু করতে হলে বাংলাদেশ-ভারত চুক্তি অনুযায়ী আলোচনার প্রয়োজন।’’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘‘ভারত সম্প্রতি লালমনিরহাটের তিন বিঘা করিডোর, ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া এবং নওগাঁর পত্নীতলায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে। বাংলাদেশ-ভারত চুক্তি অনুযায়ী, এ ধরনের উন্নয়ন কাজ দুদেশের আলোচনার মাধ্যমে হতে হবে। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের কঠোর অবস্থানের কারণে ভারতের নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।’’