জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের বিচারের জন্য আগামী মার্চে শুনানি শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, “নির্বাচনের আগেই বিচারিক কার্যক্রম শেষ হতে পারে।”
বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত চারটি সংস্কার কমিশন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি উল্লিখিত কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে ন্যূনতম সংস্কারগুলো আইডেনটিফাই করা হবে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, সংস্কারের মূল বিষয় গণঅভ্যুত্থান। তাই, সংস্কারের ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে চার কমিশন তাদের রিপোর্ট দিয়েছে। পরে কমিশন এবং রাজনৈতিক দলগুলোর মতামত ও তাদের লিখিত বক্তব্যের মাধ্যমে বিষয়গুলো চূড়ান্ত করা হবে।
সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “মূল সুপারিশসহ চার কমিশনের বিস্তারিত জনগণের জন্য উন্মুক্ত করা কবে।”
জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের বিচার বিষয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কাউকে টার্গেট করে বিচার করা হচ্ছে না।”
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বৃহস্পতিবার অন্য সংস্কার কমিশনগুলো রিপোর্ট জমা দেবে। এক মাসের মধ্যে রাজনৈতিক দলসহ সবার সঙ্গে কথা বলে সমন্বয় করা হবে।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “বাংলাদেশের কাঠামোগত সংস্কার করা হবে। তা রাজনৈতিক দলসহ সবার ঐক্যমতের ভিত্তিতেই হবে।”