জাতীয়

৬ কোটি টাকার ‘অবৈধ সম্পদ অর্জনে’ স্ত্রীসহ ইনুর বিরুদ্ধে মামলা

৬ কোটি টাকার ‘অবৈধ সম্পদ অর্জনে’ স্ত্রীসহ ইনুর বিরুদ্ধে মামলা

ছয় কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

রবিবার (১৬ মার্চ) ক‌মিশ‌নের মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য দিয়েছেন।

তিনি জানান, প্রথম মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল ইনু পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকার সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে।

ইনুর চারটি ব্যাংক হিসাবে ১১ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৯ টাকা সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এই অর্থকে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ এর মাধ্যমে প্রাপ্ত বলে দুদকের অভিযোগে বলা হয়েছে।

আসামির বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।   দ্বিতীয় মামলায় ইনু ও তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে ১ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

সাবেক তথ্যমন্ত্রীর অসদুপায়ে উপার্জিত অর্থ দিয়ে স্ত্রী সম্পদশালী হয়েছেন বলে এজাহারে বলা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারাসহহ পেনাল কোডের ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আওয়ামী লীগ সরকা‌রের পত‌নের পর গত বছরের ২৬ আগস্ট হাসানুল ইনু ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার হন।