জাতীয়

পিলখানার সামনে অবস্থান নিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

পিলখানার সামনে অবস্থান নিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

বিডিআর হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে পিলখানার সামনে অবস্থান নিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। কর্মসূচি ঘিরে পিলখানা ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে আন্দোলনরত সাবেক বিডিআর সদস্যরা জিগাতলার আশেপাশে অবস্থান নেন। এতে চাকরিচ্যুত শতাধিক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অংশ নিতে দেখা যায়। 

এ সময় পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পুলিশ সদস্য, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়। অন্যদিকে প্রস্তুত রাখা হয়েছে রায়টকার ও জল কামান।

আন্দোলনের অংশে নেওয়া বিডিআর সদস্যদের একজন বলেন, “আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আহ্বান করেছি। আমাদের দাবি একটাই-আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা কোন বিশৃঙ্খলা বা হাঙ্গামা করতে এখানে আসিনি। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন  চালিয়ে যাবো।”