খেলাধুলা

বোলিংয়ে সেরা স্টার্ক-বোল্ট, আছেন তাসকিনও

ক্রীড়া ডেস্ক : শেষ হয়েছে ক্রিকেট মহাযজ্ঞ। নিউজিল্যান্ডকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ১৪টি দেশের বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ৮ ম্যাচ থেকে তিনি নিয়েছেন ২২ উইকেট। ৯ ম্যাচে সমসংখ্যক উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

 

বিশ্বকাপে বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের তরুণ পেসার তাসকিন আহমেদ ও রুবেল হোসেন। ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় তিনি রয়েছেন ২৪ নম্বরে।

 

সমান ৮ উইকেট নিয়ে রুবেল হোসেন ও সাকিব আল হাসান রয়েছেন যথাক্রমে ৩০ ও ৩১তম স্থানে। ৭ উইকেট নিয়ে মাশরাফি বিন মুর্তজা রয়েছেন ৩৯তম স্থানে। চলুন দেখে নেওয়া যাক বিশ্বকাপে বোলারদের অবস্থানগুলো।

 

শীর্ষ দশ বোলার :নাম                 ম্যাচ    উইকেট   সেরা বোলিং    ইকোনোমিমিচেল স্টার্ক         ৮        ২২        ৬/২৮        ৩.৫০ট্রেন্ট বোল্ট          ৯        ২২        ৫/২৭        ৪.৩৬উমেশ যাদব        ৮        ১৮        ৪/৩১        ৪.৯৮মো. সামি           ৭        ১৭        ৪/৩৫        ৪.৮১মরনে মরকেল      ৮        ১৭        ৩/৩৪        ৪.৩৮জেরম টেলর        ৭        ১৭        ৩/১৫        ৫.৭০ওয়াহাব রিয়াজ     ৭        ১৬        ৪/৪৫        ৫.৫৬ড্যানিয়েল ভেট্টোরি ৯        ১৫        ৪/১৮        ৪.০৪জস ডেভি            ৬        ১৫        ৪/৬৮        ৬.২২ইমরান তাহির       ৮        ১৫        ৫/৪৫        ৪.২৩বাংলাদেশের বোলার :নাম                      ম্যাচ        উইকেট        সেরা বোলিং    ইকোনোমিতাসকিন আহমেদ       ৬             ৯                 ৩/৪৩        ৬.৩৭রুবেল হোসেন          ৬             ৮                 ৪/৫৩        ৫.৯০সাকিব আল হাসান     ৬             ৮                 ৪/৫৫        ৫.১৬মাশরাফি বিন মুর্তজা   ৫            ৭                  ৩/২০        ৫.৩১

     

রাইজিংবিডি/ঢাকা/২৯ মার্চ ২০১৫/আমিনুল/নেছার