নির্বাচন

রোববার অফিস করবেন আনিসুল হক

রোববার অফিস করবেন আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক : বিপুল ভোটে নির্বাচিত ঢাকা উত্তরের প্রথম মেয়র আনিসুল হক আগামী রোববার আনুষ্ঠানিকভাবে অফিস করবেন।

 

মেয়র হিসেবে শপথ নেওয়ার পর ওই দিনই হবে তার প্রথম অফিস। ইতিমধ্যে মেয়র হিসেবে সৌভাগ্যের শিকে ছিঁড়েছে তার।

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনকে একটি আধুনিক পরিবেশ পরিচ্ছন্ন নগর গড়তে দুইশত কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

 

নাগরিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় ওই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে একনেকের সভায়। নবনির্বাচিত তিন সিটি মেয়রের কেবলমাত্র তিনিই মেয়রের আসনে বসার আগে এমন অর্থ বরাদ্দ পেলেন।

 

এদিকে আজ ঢাকা দক্ষিণের নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন নগর ভবনে অফিস করেছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সকল কর্মকর্তার সঙ্গে কুশল বিনিময় করেন।

   

রাইজিংবিডি /ঢাকা/৭ মে ২০১৫ / নাগ /দিলারা