ক্রীড়া ডেস্ক : ২০১২-১৩ মৌসুমের শেষ দিকে ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। সে সময় তার জায়গা দখল করে নেন আরেক গোলরক্ষক দিয়েগো লোপেজ। তখন রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন হোসে মরিনহো।
২০১২-১৩ মৌসুম শেষে রিয়ালের কোচের দায়িত্ব ছাড়েন মরিনহো। ২০১৩-১৪ মৌসুমে মরিনোর স্থলাভিষিক্ত হন কার্লো আনচেলোত্তি। ইনজুরি কাটিয়ে ক্যাসিয়াসও দলে ফিরে আসেন।
কিন্তু সে মৌসুমে তাকে খুব বেশি ম্যাচ খেলাননি আনচেলোত্তি। সে মৌসুমে সব মিলিয়ে মাত্র ১৪ ম্যাচ খেলার সুযোগ পান ক্যাসিয়াস। অন্যদিকে আরেক গোলরক্ষক লোপেজ খেলেন ৩৭ ম্যাচ।
আর ওই মৌসুমে ক্যাসিয়াসকে খুব বেশি ম্যাচ না খেলানোয় আনচেলোত্তির ওপর খেপেছিলেন তিনি। এতদিন পর স্প্যানিশ রেডিও ‘কাডেনা এসইআর’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক।
এ মৌসুমটা ট্রফিহীন কেটেছে রিয়াল মাদ্রিদের। দলকে সাফল্য এনে দিতে না পারায় গত সোমবার কোচ আনচেলোত্তিকে বরখাস্ত করেছে রিয়াল কর্তৃপক্ষ। এ ব্যাপারে ক্যাসিয়াস বলেন, ‘এটা ক্লাব, সভাপতি এবং বোর্ডের চাহিদার বিষয়। তারা তাদের সিদ্ধান্ত নিয়েছে।’ এর পরেই তিনি যোগ করেন, ‘কিন্তু কার্লো আমার ক্ষেত্রে যা করেছিল, সে জন্য আমি তার ওপর খেপেছিলাম। কারণ তখন তিনি আমাকে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ দেননি।’
অবশ্য আনচেলোত্তির প্রশংসায়ও ঝরেছে ক্যাসিয়াসের কণ্ঠে, ‘তিনি একজন মহৎ ব্যক্তি এবং আমি তার জন্য শুভকামনা জানাচ্ছি। মাদ্রিদ সব সময়ই তার বাড়ি।’
এদিকে রিয়াল মাদ্রিদ নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে দলে ভেড়ানোর চেষ্টা চালাচ্ছে বলে গুঞ্জন চলছে। ক্যাসিয়াস অবশ্য আগামী মৌসুমেও খেলা চালিয়ে যেতে চান।
৩৪ বছর বয়সি এই স্প্যানিশ গোলরক্ষক বলেন, ‘আগামী মৌসুমে আমি ক্লাবে থাকব না- এটা আমি কল্পনাই করতে পারি না। আমি এখানে আমার ক্যারিয়ার শেষ করতে চাই।’ তবে নিজের চিন্তার বাস্তবায়ন না হলে ক্লাব ছেড়ে দেবেন বলেও মন্তব্য করেন ক্যাসিয়াস।
রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৫/পরাগ/নওশের