অর্থনৈতিক প্রতিবেদক : তৈরি পোশাকখাতে স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তায় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) এবং বাংলাদেশ এমপ্লয়ারস ফেডারেশনের (বিএএফ) মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
বুধবার রাজধানীর মহাখালীর স্কয়ার সেন্টারে এই চুক্তি স্বাক্ষর হয়। এটি আইএলও’র ২ বছরের গার্মেন্টস কারখানার কর্মপরিবেশের উন্নতি কর্মসূচীর দ্বিতীয় ধাপ। যা কানাডা, নেদারল্যান্ডস এবং লন্ডন ভিত্তিক একটি প্রজেক্ট। এই প্রজেক্ট হাতে নেওয়ার পর বাংলাদেশে এই পর্যন্ত সাড়ে ৭ লাখ থেকে ৮ লাখ কর্মচারী নিজের দক্ষতা বাড়িয়ে কারখানার দূর্ঘটনা কমিয়ে আনতে পেরেছে।
আইএলও’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি বলেন, পোশাকখাতে কর্মরতদের স্বাস্থ্য এবং নিরাপত্তা অত্যন্ত জরুরী। এই জন্য বিএএফ’র সঙ্গে আইএলও কাজ করে যাচ্ছে।
বিএএফ’র সভাপতি তপন চৌধুরি বলেন, কর্মচারীদের নিরাপত্তায় আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কর্মচাঞ্চল্যে একটি বিশাল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী কর্মক্ষেত্রে নিরাপত্তায় সচেতন হয়ে উঠেছে এবং এই সচেতনতা আমাদের সহকর্মীদের মধ্যে ধরে রাখছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিজিএমইএ’র সভাপতি মো. আতিকুল ইসলাম, সহসভাপতি (অর্থ) রিয়াজ বিন মাহমুদ, বিকেএমইএ’র সহসভাপতি মনসুর আহমেদ প্রমুখ।
রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৫/মামুন/নওশের