জাতীয়

লিস্টিং রেগুলেশনস সংশোধন

অর্থনৈতিক প্রতিবেদক : দেশের দুই স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশনস ২০১৫ এর প্রস্তাবনায় কিছু পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ও সংশোধন অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

 

বুধবার কমিশনের ৫৪৫তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির মুখপাত্র মো. সাইফুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

এতে আইপির জন্য জমা দেওয়া অফার ডকুমেন্টের ওপর ডিএসই ও সিএসই সুপারিশ করতে পারবে। ওটিসি মার্কেটের শেয়ারগুলোর পুনরায় তালিকাভুক্তি, তালিকাভুক্তির পরবর্তী ইস্যুয়ার কোম্পানির পরিপালন করতে পারবে।

 

এছাড়া ডিএসই ও সিএসই ইস্যুয়ার কোম্পানিগুলোকে তালিকাচ্যূত, কোম্পানি পরিদর্শন এবং তালিকাভুক্ত কোম্পানি, কোম্পানির পরিচালক, কর্মকর্তা এবং নিরীক্ষকের কাছ থেকে যেকোনো তথ্য সম্পর্কে তলব করতে পারবে।

     

রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৫/নিয়াজ/নওশের