হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সুজাতপুর গ্রামের কুখ্যাত ডাকাত জুম্মনকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ।
বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে লাখাই উপজেলার ভাদিকারা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। জুম্মন সুজাতপুর গ্রামের দিলু রহমানের ছেলে।
পুলিশ জানায়, ভাটির ত্রাস জুম্মনের বিরুদ্ধে বানিয়াচং থানায় ৩টি, সদর থানায় ২টি, লাখাই থানায় ১টি ও পাবনায় ১টি ডাকাতির মামলা রয়েছে। গত বছর তাকে পুলিশ গ্রেফতার করতে চাইলে লাখাই থানার এসআই লুৎফুর রহমানসহ পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এরপর থেকে সে আত্মগোপনে ছিল। বুধবার এসআই কবির তাকে গ্রেফতার করেন।
লাখাই থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, জুম্মন ভাটি এলাকার ত্রাস হিসেবে পরিচিত। ডাকাতিসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগে বহু মামলা রয়েছে।
রাইজিংবিডি/হবিগঞ্জ/২৭ মে ২০১৫/মামুন চৌধুরী/রিশিত