বিনোদন

পদ্মহেম ধাম সাধুসঙ্গের দশ বছর

পদ্মহেম ধাম সাধুসঙ্গের দশ বছর

বিনোদন প্রতিদেবক : ইছামতির নদীর তীরে সিরাজদিখানের দোসর পাড়ায় প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে সাধুসঙ্গের আসর। আয়োজকরা জানিয়েছেন, পদ্মহেম ধামের আখড়া বাড়িতে আগামী ১১ জুন বিকাল ৩টায় এই সাধুসঙ্গ শুরু হবে।

আয়োজক সূত্রে আরো জানা গেছে, অনুষ্ঠান সূচিতে রয়েছে লালনগীতির আসর, আলোকচিত্র প্রদর্শনী ও দেশি ফল সেবা গ্রহণ এবং বৃক্ষ রোপণ কর্মসূচি।

সাধুসঙ্গে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো: সাইফুল হাসান বাদল, সিরাজদিখানের উপজেলা চেয়ারম্যান মো: মহিউদ্দিন আহমেদ, গান বাংলার চেয়ারম্যান কৌশিক হাসান তাপস, এবং সুইস বেকারির ম্যানেজিং ডিরেক্টর উলফত কাদের।

২০০৫ সালে যাত্রা শুরু হয়েছিল পদ্মহেম ধামের সাধুসঙ্গ। আজ তা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশেই পরিচিত। আর এরই মধ্যে কেটে গেছে দশ বছর। এই দশ বছর পূর্তি উপলক্ষে পদ্মহেম ধাম লালন সাঁই বটতলায় আয়োজন করা হয়েছে এক সাধুসঙ্গের।

 

রাইজিংবিডি/ঢাকা/৯ জুন ২০১৫/রাহাত/রাশেদ শাওন