রেজাউল করিম : বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রমোট ফ্যাশন অ্যান্ড ডান্স একাডেমির মনোমুগ্ধকর ফ্যাশন শো ও নৃত্যানুষ্ঠান। গত ৮ জুন সোমবার রাতে, অনুষ্ঠিত এই বর্ণিল অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও শিল্পী খালিদ আহসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি ও সাংবাদিক ইজাজ ইউসুফী, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক হাসান ফেরদৌস, চৌধুরী ফরিদ, অনিন্দ্য টিটু, মোহাম্মদ ফারুক, ফেরদৌস শিপন, আলোকচিত্রী শিল্পি কমল দাশ, সাজ্জাদ সুমন, ফারুক হাসান।
অনুষ্ঠানের উদ্বোধক, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধকের বক্তৃতায় কবি ও শিল্পী খালিদ আহসান বলেন, ‘একসময় বেশ ফ্যাশন সম্পৃক্ত ছিলাম। এখন ততটা সম্পৃক্ত না থাকলেও নতুন ডিজাইনারদের কাজ দেখার, নতুর ধরনের আঙ্গিক দেখব বলে উৎসাহ বোধ করছি।’
সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো-এর মাধ্যমে বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার জন্য কাজ করে চলেছে প্রমোট ফ্যাশন অ্যান্ড ড্যান্স একাডেমি। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি তার পথচলার একবছর সম্পন্ন করেছে। উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক লিটন দাশ লিটু। তিনি তার বক্তব্যে বলেন, ‘সৃষ্টি, আনন্দ ও তারুণ্যে ভরপুর এই একাডেমি।’
উদ্বোধনী পর্বের পর মঞ্চে পরিবেশিত হয় নৃত্যানুষ্ঠান ও ফ্যাশন শো। ফ্যাশন শো-এর মডেলরা দেশের খ্যাতনামা ফ্যাশন হাউজগুলোর পোশাক গায়ে চড়িয়ে র্যা ম্পে হাঁটেন। ‘বধূ কোন আলো লাগলো চোখে’ এই গানে রবিন্দ্রনাথের বিভিন্ন গল্পের চরিত্রের পোশাকে নিয়ন বাতির আলোয় মডেলরা মঞ্চে ক্যাটওয়াক শকরেন। এ ছাড়া নৃত্যশিল্পী শুভ্রা সেনগুপ্ত, প্রমা অবন্তী, স্বপন দাশ, স্বপন বড়ুয়া এবং সূচনা বনিকের নাচ মুগ্ধ করে সবাইকে। ফ্যাশন ডিজাইনারদের মধ্যে কমলা দাশগুপ্ত, এমডি মিজান, মাঈন উদ্দীনসহ অনুষ্ঠানে চট্টগ্রাম তথা দেশের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ফ্যাশন কিউতে ছিল রবীন্দ্রনাথ, প্রেমোময়, অপেক্ষা, বাঙালি বিয়ে ও ফুলকন্যা। শো শেষে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডিজাইনার ও আলোকচিত্রী জয় দে, বিজয় বড়ুয়া, সাঈফ খান এবং নাবিলকে ক্রেষ্ট প্রদান করা হয়।
রাইজিংবিডি/চট্টগ্রাম/৯ জুন ২০১৫/রেজাউল/ফিরোজ