ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল সিকদারের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে নিহত তৌহিদুলের ভাই মহিদুল ইসলাম, বোন হেনা বেগমসহ জেলা, সদর উপজেলা ও বিনয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কর্মীরা অংশ গ্রহণ করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা আওয়ামী লীগ নেতা তরুণ কর্মকার, আবু সাঈদ খান, জেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিল প্রমুখ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৪ জুন ) রাত পৌনে ১০টার দিকে গগন বাজার থেকে বাড়ি ফেরার পথে তৌহিদুল সিকদারকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যাকরে লাশ বিনয়কাঠীর সীমান্তবর্তী মুশরিয়া নামক স্থানে ফেলে রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা।
পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার রাতে পাঁচজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন : শহীদুল ইসলাম (২২), মোকসেদ আলী হাওলাদার, হাসান হাওলাদার (২৩), ইউনুস আলী সিকদার (৬৩) ও দিলীপ ঘরামি। মঙ্গলবার দুপুরে শহীদুল ইসলাম (২২), মোকসেদ আলী হাওলাদারকে জেল হাজতে পাঠানো হয় বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানার ওসি তদন্ত আব্দুস সালাম। বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে।
নিহতের স্ত্রী নূরন্নাহার বাদী হয়ে ঝালকাঠি থানায় ১১ জনের নামে আসামি করে হত্যা মামলা করে।
রাইজিংবিডি/ঝালকাঠি/৯ জুন ২০১৫/অলোক সাহা/রণজিৎ