অন্য দুনিয়া

অপহরণের ৪ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

অপহরণের ৪ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার মুরাদনগরে অপহরণের চার দিন পর জিহাদ (৮) নামের এক স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ পাটখেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার উপজেলার মির্জাপুর গ্রামের একটি পাটখেত থেকে পুলিশ লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো করেছে। নিহত জিহাদ স্থানীয় ফুলকলি কিন্ডার গার্ডেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

 

এ ঘটনায় পুলিশ অপহরণকারী রবিউলসহ তার তিন আত্মীয়কে গ্রেফতার করেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার মির্জাপুর গ্রামের প্রবাসী বাবুল মিয়ার একমাত্র ছেলে জিহাদকে গত শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে থেকে অপহরণ করা হয়।

 

পরে মোবাইল ফোনে অপহরণকারী একই গ্রামের আবুল খায়ের মিয়ার ছেলে রবিউল হোসেন (২২) জিহাদের মা শাহেনা বেগমের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার পরদিন জিহাদের চাচা শহিদ মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় একটি অপহরণ মামলা করেন।

 

পুলিশ মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে অপহৃত জিহাদকে উদ্ধারের অভিযান শুরু করে। অপহরণকারী রবিউলকে গ্রেফতারের পর মঙ্গলবার তার বাড়ির পাশের পাটখেতে পাওয়া যায় শিশু জিহাদের বস্তবন্দি লাশ।

 

এদিকে মঙ্গলবার জিহাদের লাশ উদ্ধারের পর অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে অপহরণকারী রবিউলের চাচা আবদুর রহিম, মা আমির জাহান ও বোন সালমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রবিউল পুলিশকে জানিয়েছে, টাকা দিতে দেরি করায় জিহাদকে হত্যা করা হয়।

 

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় রবিউল ছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য তার তিন নিকটাত্মীয়কে গ্রেফতার করা হয়েছে।

 

এ হত্যাকাণ্ডে কতজন জড়িত ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

       

রাইজিংবিডি/কুমিল্লা/৯ জুন ২০১৫/মহিউদ্দিন মোল্লা/রণজিৎ