রাহাত সাইফুল : কারো অজানা নয় বিএফডিসি শুটিংয়ের জন্য ব্যবহৃত হয়। তবে যারা নিয়মিত মর্নিং ওয়াক করে থাকেন তারা এবার বিএফডিসেতে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে মর্নিং ওয়াক করতে পারবেন। রাইজিংবিডিকে এমনটাই জানিয়েছেন রাত্রির যাত্রী সিনেমার পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। এ প্রসঙ্গে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘আগামী ১১-১২ নভেম্বর বিএফডিসিতে সারারাত-দিন শুটিং করব। সিনেমার দৃশ্যে মনিং ওয়াকের দৃশ্য রয়েছে। এ জন্য যারা নিয়মিত মর্নিং ওয়াক করেন তাদের নিয়ে এ দৃশ্যের শুট করব। দৃশ্যে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে তারা মর্নিং ওয়াকের সুযোগ পাবেন। আগ্রহী সবাইকে আমার এ সিনেমায় কাজ করার সুযোগ দিব।’রাত্রির যাত্রী সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা- মৌসুমী, সালাহ উদ্দিন লাভলু, আনিসুর রহমান মিলন, এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকে।এ চলচ্চিত্রের কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন হাবিবুল ইসলাম হাবিব। গত ২০ অক্টোবর সন্ধ্যায় বিএফডিসিতে সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। রাত্রির যাত্রী সিনেমাটি প্রযোজনা করছে ব্যাংক অব অডিও ভিজ্যুয়াল আর্টস।
রাইজিংবিডি/ঢাকা/৯ নভেম্বর ২০১৫/রাহাত/আমিনুল ই শান্ত