জাতীয়

ফুটপাত দখলকারীদের প্রতি মেয়রের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক : ফুটপাত দখল করে যারা ব্যবসা করছেন, তাদের দোকান সরিয়ে নিতে বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

 

তিনি বলেন, ‘ফুটপাতে চুলা বসিয়ে অথবা যেকোনো ভাবে এক ইঞ্চি জায়গায়ও দখল করবেন না। করলে দোকান বন্ধ করে দেওয়া হবে। ফুটপাত সাধারণ মানুষের, সাধারণ মানুষ হাঁটবে। আপনি দোকান নিয়েছেন, দোকানের মধ্যে থাকেন। আগামী ১০ মাসের মধ্যে ফুটপাতের মধ্যে দোকানের বর্ধিতাংশ আর সহ্য করা হবে না।’

 

শনিবার মিরপুরে (আঞ্চলিক কার্যালয়-৪) ‘৭ দিনে পরিষ্কার আমাদের প্রিয় শহর’ শীর্ষক অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

 

আগামী এপ্রিলের মধ্যে মূল রাস্তার ফুটপাত দখলমুক্ত করা হবে, এ কথা জানিয়ে আনিসুল হক বলেন, ‘ফুটপাতের এক ইঞ্চি জায়গাও দখল করবেন না। কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে। প্রথমে বোঝাবেন, না মানলে কাউন্সিলদের নিয়ে ওয়েল্ডিং করে দোকান বন্ধ করে দেবেন।’হকারদের প্রতি মেয়র বলেন, ‘আপনাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। কিন্তু সাধারণ মানুষের চাওয়া- আপনারা ফুটপাত ছেড়ে দিন। আমরা আপনাদের অন্য কোথাও বসার ব্যবস্থা করার চেষ্টা করছি।’

 

এ ক্ষেত্রে কাউন্সিলর, স্থানীয় জনপ্রতিনিধি, নগরবাসী ও সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান মেয়র আনিসুল হক।

 

নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, ‘পরিচ্ছন্নতা কর্মী, কর্মকর্তা, কাউন্সিলররা নগরবাসীকে সেবা দিচ্ছেন, তাদের সম্মান দিন।’

 

আনিসুল হক বলেন, ‘ফ্লাইওভার, দেয়ালে অনেক কোম্পানি, রিয়েল এস্টেট ব্যবসায়ী বিভিন্ন বিজ্ঞাপন দিচ্ছেন। দয়া করে, চলতি মাসের মধ্যে নিজ দায়িত্বে সেগুলো মুছে ফেলুন।’ 

   

রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৬/নিয়াজ/রফিক