ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পের জন্য বৃহস্পতিবার দুই গ্রুপে ৬২ ফুটবলারের নাম ঘোষণা করা হয়েছে। সিনিয়র খেলোয়াড়দের নিয়ে গঠিত এ গ্রুপে রয়েছেন ৩৩ জন খেলোয়াড়। আর জুনিয়র খেলোয়াড়দের নিয়ে গঠিত বি গ্রুপে রয়েছেন ২৯ খেলোয়াড়। সিনিয়র খেলোয়াড়দের কন্ডিশনিং ক্যাম্প ২২ জানুয়ারি থেকে বিকেএসপিতে শুরু হবে। শেষ হবে ২ ফেব্রুয়ারি। তাদেরটা শেষ হওয়ার পর পরই শুরু হবে জুনিয়র খেলোয়াড়দের কন্ডিশনিং ক্যাম্প। তাদেরটা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। কন্ডিশনিং ক্যাম্পের ‘এ’ গ্রুগে রয়েছেন- শহিদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা, মো. নেহাল, রাসেল মাহমুদ লিটন, রায়হান হাসান, নাসিরুল ইসলাম, মামুন মিয়া, তপু বর্মণ, নাসির উদ্দিন চৌধুরী, আরিফুল ইসলাম, ইয়াসিন খান, ওয়ালী ফয়সাল, আতিকুর রহমান মিশু, ইয়ামিন মুন্না, জামাল ভূঁইয়া, মোনায়েম খান রাজু, ইমন মাহমুদ, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম, সোহেল রানা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মো. আব্দুল্লাহ, আতিকুর রহমান ফাহাদ, জাহিদ হোসেন, রুবেল মিয়া, জুয়েল রানা, মো. ইব্রাহিম, সাখাওয়াত হোসেন রনি, নবীব নেওয়াজ জীবন, তৌহিদুল আলম সবুজ, আমিনুর রহমান সজিব, সাজিদুর রহমান সাজিদ এবং জাফর ইকবাল। ‘বি’ গ্রুপে রয়েছেন- মাকসুদুর রহমান, মো. নাঈম, আনিসুর রহমান জিকো, সবুজ দাস রঘু, আরিফুল ইসলাম জুনি., মনসুর আমিন, বিশ্বনাথ ঘোষ, শওকত রাসেল, কেষ্ট কুমার বোস, টুটুল হোসেন বাদশা, মঞ্জুর রহমান মানিক, জালাল মিয়া, শাকিল আহমেদ, মো. সবুজ, মেহেবুব হাসান নয়ন, ফজলে রাব্বি, র“মন হোসেন, সুশান্ত ত্রিপুরা, মো. শাহেদুল আলম শাহেদ, দিদারুল আলম, ওমর ফারুক বাবু, শাহাদাত হোসেন শাহেদ, সারোয়ার জামান নিপু, মান্নাফ রাব্বি, মিঠুন মিয়া, ওশি মং, সাদ উদ্দিন এবং সোহেল রানা। রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৭/আমিনুল