আইন ও অপরাধ

ফেসবুকে ভুয়া আইডি : অর্থ প্রতারণায় একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে অর্থ হাতিয়ে নিচ্ছে- এ অভিযোগে রাজধানীর দয়াগঞ্জ থেকে মোহাম্মদ রাজিব আহম্মেদ রানা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, রাজিব একটি এফএম রেডিওতে কর্মরত নারী আরজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ছবি ডাউনলোড করে ভুয়া ফেসবুক আইডি পরিচালনা করছিলেন। ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে ওই আরজের ছোট বোনকে অসুস্থ দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা সাহায্য চান এবং অনেকের কাছ থেকে টাকাও সংগ্রহ করেন। এ-সংক্রান্ত অভিযোগে যাত্রাবাড়ী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা হয়। পরে তদন্তে ঘটনা নিশ্চিত হওয়ার পর রাজিবকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির উপকমিশনার মো. মাসুদুর রহমান জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব নিজেকে একটি নিউজ চ্যানেলের সাংবাদিক দাবি করেন। কিন্ত ওই চ্যানেলের কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি যাচাই করতে গেলে রাজিবের দেওয়া পরিচয় মিথ্যা প্রমাণিত হয়। এ ধরনের অপরাধ যারা করছে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৭/মাকসুদ/সাইফ/এএন