আইন ও অপরাধ

ব্যবসায়ী হত্যায় শাহাবুদ্দিন নাগরী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : হত্যা মামলায় কবি, গীতিকার ও গায়ক মো. শাহাবুদ্দিন নাগরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘শাহাবুদ্দিন নাগরী একসময় জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চাকরি করতেন। এলিফ্যান্ট রোডের ডোমিনো অ্যাপার্টমেন্টে ব্যবসায়ী নূরুল ইসলাম হত্যার ঘটনায় তিনি এজাহারভুক্ত আসামি। ঘটনার কারণ জানতে ১০ দিনের রিমান্ড চেয়ে শাহাবুদ্দিন নাগরীকে আদালতে পাঠানো হয়েছে। তবে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে শুনেছি।’ মামলার এজাহার থেকে জানা গেছে, গত ১৩ এপ্রিল ব্যবসায়ী নূরুল ইসলামকে এলিফ্যান্ট রোডে নিজ বাসার বেড রুমের ফ্লোরে মৃত অবস্থায় পাওয়া যায়। পরের দিন নিহতের বোন শাহানা রহমান কাজল ভিকটিমের স্ত্রী, স্ত্রীর বন্ধু মো. শাহাবুদ্দিন নাগরীসহ অজ্ঞাতনামা কয়েকজনের নামে নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। রাইজিংবিডি প্রশ্নের জবাবে শাহানা রহমান বলেন, ‘আসামিরা পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করে লাশ ফেলে যায়। এর সঙ্গে ভাইয়ের স্ত্রীও জড়িত।’ রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৭/মাকসুদ/রফিক