আইন ও অপরাধ

‘রেইনট্রিতে মদের বার নেই’

‘রেইনট্রিতে মদের বার নেই’

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে দ্য রেইনট্রি আবাসিক হোটেলে মদের বার নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ম্যানেজার ফ্রাঙ্ক ফরগেট। তিনি বলেন, ‘আমাদের হোটেলে মদের বার নেই। তবে এখানে কফি বার রয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হোটেল রেইনট্রির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফ্রাঙ্ক এ কথা বলেন।  তবে অস্ত্রের মুখে ধর্ষণের শিকার দুই তরুণী দাবি করেছিলেন, তাদের যে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত করে নেওয়া হয়েছিল সেখানে মদের ব্যবস্থা ছিল। পরে এই ঘটনায় গ্রেপ্তার হওয়া সাফাত ও সাদমান গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মদ্যপ ছিল বলে স্বীকার করেছিলেন।  ২৮ মার্চ রাতে তার হোটেলে কী ঘটেছিল জানতে চাইলে মি. ফ্রাঙ্ক বলেন, ওই রাতে হোটেলে ৫৮ জন স্টাফ কাজ করেছেন। তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা অস্বাভাবিক কিছু দেখেননি। তিনি বলেন, আন্তর্জাতিক ভ্রমণ নিয়মানুসারে আমরা ৩০ দিনের বেশি সিসিটি টিভি ফুটেজ সংরক্ষণ করি না। ফলে ওই রাতে কী হয়েছিল তা সিসি টিভি ফুটেজে দেখা সম্ভব নয়। ফ্রাঙ্কের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন হোটেলের এক্সিকিউটিভ ইন্টারনাল অপারেশন (ইআইও)অফিসার ফারজানা আরাফ। রাইজিংবিডি/ঢাকা/১৩ মে ২০১৭/নূর/উজ্জল