সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় জাতীয় পার্টির (জাপা) ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের নারকেলতলা মোড় এলাকায় আলোচনা সভার মধ্য দিয়ে বার্ষিকী উদযাপিত হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ শেখ আজহার হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মতলুব হোসেন লিয়ন, প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাপার সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, জাপা নেতা আবু তাহের, আবু সাদেক, আনোয়ার হোসেন আনু, আকরাম হোসেন খান বাপ্পী, যুব সংহতির সভাপতি শেখ শাখাওয়াতুল করিম পিটুল, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির কেন্দ্রীয় নেতা রাজীবুল্লাহ রাজু, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক আবুল কালাম আজাদ সুজন, কাইসারুজ্জামান হিমেল প্রমুখ। এ সময় জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ। জনগণ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। কিছু দিন আগে রংপুর সিটি নির্বাচনে তার প্রমাণ রেখেছেন রংপুরের জনগণ। এ সময় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে গতিশীল করতে কাজ করার আহ্বান জানানো হয়। রাইজিংবিডি/সাতক্ষীরা/১ জানুয়ারি ২০১৮/এম. শাহীন গোলদার/বকুল