নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় ২ হাজার ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে মহানগরীর লবণচরা থানাধীন মোহাম্মদনগর পল্লবী এলাকা তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে র্যাব-৬ খুলনার সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। বিফ্রিং করেন র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল রাত সাড়ে ১০টায় পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক ব্যবসায়ী মো. রেজাউল জোমাদ্দার (৩৫) ও মো. আফজাল হোসেনকে (৩৭) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে আসামি রেজাউল জোমাদ্দারের বসতঘরের সামনে থেকে ২ হাজার ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার রেজাউল জোমাদ্দার দাকোপ উপজেলার গড়খালী গ্রামের মৃত সানোয়ার হোসেন জোমাদ্দারের ছেলে। আসামি মো. আফজাল হোসেন সাতক্ষীরার আশাশুনী উপজেলার খালিয়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় লবণচরা থানায় মামলা দায়ের করা হয়েছে। রাইজিংবিডি/খুলনা/২১ আগস্ট ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল