নিজস্ব প্রতিবেদক, খুলনা : সড়ক দুর্ঘটনা মামলার সাজা বৃদ্ধিসহ শ্রমিক স্বার্থবিরোধী সড়ক পরিবহন আইন-২০১৮ বাতিলের দাবিতে খুলনায় অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন। রোববার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি তেল ডিপোর তেল উত্তোলন বন্ধ রেখে কর্মসূচি পালন করে। এ সময় খুলনাসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ ছিল। কর্মসূচি চলাকালে সকালে খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শেখ নুর ইসলাম, সাধারণ সম্পাদক আলী আজিম, সাবেক সভাপতি মীর মোকছেদ আলী, ক্যাশিয়ার মিজানুর রহমান মিজু এ সময় বক্তব্য রাখেন। বক্তারা পরিবহন শ্রমিক স্বার্থবিরোধী আইন অবিলন্বে বাতিলের জোর দাবি জানিয়েছেন। রাইজিংবিডি/খুলনা/২৩ সেপ্টেম্বর ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল