সিরাজগঞ্জ সংবাদদাতা : উত্তরাঞ্চলের সর্ববৃহৎ বেসরকারি শিল্পপার্ক সিরাজগঞ্জ ইকোনমিক জোনের (এসইজেড) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরের দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবনে’ আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জে ইকোনমিক জোন স্থাপনের বিষয়টি আমরা আগেই পরিকল্পনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় এ ইকোনমিক জোনের উদ্বোধন করা হলো।’’ এ ছাড়া কিছু দিন আগে সিরাজগঞ্জে আরেকটি শিল্পপার্কের উদ্বোধন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সয়দাবাদ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাশে এসইজেড-এর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক (ডিসি) কামরুন নাহার সিদ্দিকা ও সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল, জেলা পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্তী, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দীন। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ১ হাজার ৩৫ একর জমির উপর এ ইকোনোমিক জোন গড়ে তোলা হচ্ছে। ব্যক্তি মালিকানাধীন ১১টি কোম্পানির যৌথ উদ্যোগে এ অর্থনৈতিক অঞ্চলে পর্যাক্রমে ৭০০টির মতো ছোট-বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। এখানে প্রায় পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হবে। রাইজিংবিডি/সিরাজগঞ্জ/৩ এপ্রিল ২০১৯/অদিত্য রাসেল/বকুল