রাজনীতি

শামীম যুবলীগের কেউ নন: ওমর ফারুক

যুবলীগ নেতা পরিচয় দিয়ে ঠিকাদারি ব্যবসা চালিয়ে আসা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের সংগঠনের কোনো পর্যায়ে নেই বলে জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

শুক্রবার বিপুল পরিমাণ নগদ টাকা, অস্ত্র ও মদসহ র‌্যাবের শামিম আটক হওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে তাকে যুবলীগ নেতা বলে যে প্রচার হচ্ছে, সেটি সঠিক নয় বলে মন্তব্য করেন ওমর ফারুক।

শুক্রবার বিকেলে রাইজিংবিডিকে তিনি বলেন, ‘জিকে শামীম যুবলীগের কোনো পদে নেই। তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা বলে শুনেছি।’

যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু রাইজিংবিডিকে বলেন, ‘যুবলীগে জিকে শামীমের কোনো পদ নেই। সে নিজেই নিজেকে কেন্দ্রীয় যুবলীগের সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে বেড়ান। এ নিয়ে কেন্দ্রীয় যুবলীগে কয়েকবার আলোচনাও হয়েছে।’

যুবলীগ সূত্রে জানা গেছে, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দেন জিকে শামীম। ওই পদে এর আগে ছিলেন এসএম মেজবাহ হোসেন বুরুজ। তিনি ২০১৫ সালের ১৯ ডিসেম্বর মারা যান। ঢাকা/পারভেজ/সাইফ