বিনোদন

‘ভাইরাস’ চরিত্রে ইরফানকে চেয়েছিলেন বোমান ইরানি

বলিউডের অন্যতম সাড়া জাগানো সিনেমা ‘থ্রি ইডিয়টস’। রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমায় ডক্টর বীরু শাস্ত্রবুদ্ধে বা ভাইরাস চরিত্রে অভিনয় করেন বোমান ইরানি। কিন্তু শুরুতে এই চরিত্রে ইরফানকে চেয়েছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে বোমান ইরানি বলেন, ‘আমার মনে হয়েছিল, চরিত্রটিতে ইরফান অসাধারণ অভিনয় করবে। কারণ সে যেই চরিত্রে অভিনয় করত, খুবই চমৎকারভাবে করত। কিন্তু হিরানি বলেছিল, চরিত্র অনুযায়ী তার বয়স একটু কম। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, আমার বয়স কি বেশি? এরপর চরিত্রটিতে কিছুটা পরিবর্তন এনে আমরা কাজ শুরু করি।’

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় অভিনয় করতে না চাওয়ার কারণ সম্পর্কে বোমান জানান, ‘মুন্না ভাই এম. বি. বি. এস’ সিনেমাতেও তিনি একই ধরনের চরিত্রে অভিনয় করেছেন। দু’টিই ডিনের চরিত্র,  দু‘জনের মেয়ে নায়কের প্রেমে পড়ে। এজন্য বিষয়টি তার দৃষ্টিকটু মনে হয়েছিল।

বোমান ইরানি ছাড়াও ‘থ্রি ইডিয়টস’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আমির খান, কারিনা কাপুর, শারমান জোশি, আর মাধবন প্রমুখ। মুক্তির পর দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা পায় সিনেমাটি।

 

ঢাকা/মারুফ