করোনা আক্রান্ত হয়ে এক ভাইয়ের মৃত্যুর পর আক্রান্ত এস অপর আলম গ্রুপের চেয়ারম্যানের অপর ৪ ভাইয়ের মধ্যে দুই ভাই করোনা মুক্ত হয়েছেন।
ঢাকার আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ছোট ভাই- গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবু এবং পরিচালক শহীদুল আলমের ফলোআপ রিপোর্ট নেগেটিভ এসেছে।
শনিবার (৩০ মে) দুপুরে এই পরিবারের ঘনিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সেই ঘনিষ্ট স্বজন রাইজিংবিডিকে জানান, দ্বিতীয় দফার নমুনা পরীক্ষায় এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং অপর পরিচালকের নমুনা নেগেটিভ এসেছে। তারা করোনা মুক্ত হিসেবে আজ বা আগামীকালের মধ্যে ছাড়পত্র পেতে পারেন। তবে চেয়ারম্যানের মাসহ আরো দুই ভাই এখনো করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তবে তাদের অবস্থা স্থিতিশীল এবং সুস্থ রয়েছেন।
উল্লেখ্য, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মাসহ ৫ ভাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে পরিবারের সবচেয়ে জ্যেষ্ঠ সদস্য এবং সবার বড়ভাই গত ২২ মে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যান। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বর্তমানে স্বস্ত্রীক সিঙ্গাপুরের নিজের বাড়িতে অবস্থান করছেন। চট্টগ্রাম/রেজাউল/বুলাকী