বিনোদন

বাবার সিনেমার সেট থেকে বের করে দেওয়া হয়েছিল: অভিষেক

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন নির্মাতা গোল্ডি বেহল।

বন্ধুর পরিচালনায় ‘বাস ইতনা সা খওয়াব হ্যায়’ সিনেমায় অভিনয় করেন অভিষেক। ২০০১ সালে মুক্তি পায় সিনেমাটি। সম্প্রতি এই সিনেমার পেছনের গল্প বলতে গিয়ে প্রিয় বন্ধুর সঙ্গে একটি ঘটনার স্মৃতিচারণ করেন তিনি। এই অভিনেতা জানান, বাবার সিনেমার সেট থেকে বের করে দেওয়া হয়েছিল তাদের। 

ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে অভিষেক বচ্চন লেখেন, “শৈশবের দুই বন্ধু মিলে একটি সিনেমা নির্মাণ করতে চেয়েছিল। কারণ প্রপ ভাঙার জন্য সিনেমার সেট থেকে তাদের বের করে দেওয়া হয়েছিল। আমাদের বয়স ৫ ও ৬ বছর ছিল, আর শুটিং সেটে নকল তলোয়ার দেখে খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছিলাম। সিনেমার নাম ছিল ‘পুকার’ এবং গোল্ডি বেহলের বাবা (রমেশ বেহল) ছিলেন পরিচালক আর আমার বাবা কেন্দ্রীয় চরিত্রে। গোয়াতে ক্লাইমেক্স দৃশ্যের শুটিংয়ে নকল তলোয়ার হাতের কাছে পেয়ে আমরা খেলতে শুরু করি এবং ভেঙে ফেলি। পরবর্তী সময়ে আমাদের হোটেলে পাঠিয়ে দেওয়া হয়। ১৯ বছর পর একসঙ্গে আমাদের প্রথম সিনেমা নির্মাণ করি।”

‘বাস ইতনা সা খওয়াব হ্যায়’ সিনেমায় অভিষেকের বিপরীতে অভিনয় করেন রানী মুখার্জি। এতে আরো অভিনয় করেন জ্যাকি শ্রফ।

 

ঢাকা/মারুফ