ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় খলঅভিনেতা সোনু সুদ। লকডাউনের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বাস্তব জীবনেও রীতিমতো হিরো তিনি।
এবার বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও ‘খিলাড়ি’ খ্যাত অক্ষয় কুমারকে পেছনে ফেলে সবার উপরে নিজের জায়গা করে নিয়েছেন সোনু সুদ।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, লকডাউনের সময় তারকাদের কার্যক্রম নিয়ে জরিপ করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হিউম্যান ব্র্যান্ডস (আইআইএইচবি) নামে একটি প্রতিষ্ঠান। এতে সবার প্রথমে রয়েছে সোনু সুদের নাম। দ্বিতীয় ও তৃতীয় নম্বরে রয়েছেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার।
এ জরিপে সেরাদের তালিকায় আরো রয়েছেন—তাপসী পান্নু, বিরাট কোহলি, আয়ুষ্মান খুরানা, সালমান খান, শাহরুখ খান, ভিকি কৌশল, এমএস ধোনি, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রোহিত শর্মা, আলিয়া ভাট, রণীবর কাপুর এবং আনুশকা শর্মা।
লকডাউনের সময় ভারতের বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিকরা মুম্বাইয়ে আটকা পড়েছিলেন। এ সময় নিজ খরচে তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেন সোনু সুদ। এরপর অর্থ কষ্টে থাকা অভিনেতা সুরেন্দ্র রজনের পাশেও দাঁড়ান সোনু।
ঢাকা/শান্ত